ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় বেশি দামে সার বিক্রির করায় ১ জন ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা, যেমন সরকার নির্ধারিত ইউরিয়া ২৭ টাকার স্থলে ৩০ টাকা এবং টিএসপি ২৭ টাকার স্থলে ৪০ টাকা দরে খুচরা ও কৃষকদের মাঝে বিক্রয় করা হচ্ছে। অর্থাৎ ২ কেজি সার বিক্রয় করে ১৬ টাকা লাভ করছেন।
এদিকে ডিলারগণ কিন্তু কোম্পানিক থেকে কমিশন পাচ্ছেন এবং নির্ধারিত সরকারি ধার্যকৃত ২৭ টাকার মধ্যেই লাভ করছেন। অর্থাৎ একই ডিলার একই সার বিক্রয় করে তিন জায়গা থেকে মুনাফা অর্জন করছেন। সু-নির্দিষ্ট লিখিত অভিযোগ ও সরেজমিনে সত্যতা যাচাইয়ে তাহার সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাজারস্থ মেসার্স নেহেরুল ট্রেডার্স, মোঃ আনারুল ইসলাম (৩৩), পিতা-মৃত: মোজাহার, গ্রামঃমহারাজপুর, ডাকঘরঃ গোলাপনগর, ইউনিয়ন: মোকারিমপুর কে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এদিকে একই কারণে ফারাকপুর রেল গেট সংলগ্ন কৃষি বাড়ী ট্রেডার্স প্রোঃ মোঃ তাজুল ইসলাম (৫৫), পিতা: ওহিদুল ইসলাম সাং-ক্ষেমিরদিয়াড় বিলপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উভয় পক্ষগণ তারা তাদের ভূল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন ধরনের অপরাধ হবে না বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার মহোদয়কে আশ্বস্ত করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভেড়ামারা থানা পুলিশের একটি দল, উপস্থিত কৃষক সাংবাদিকবৃন্দগণ। এ বিষয়ে ডাঃ গাজী আশিক বাহার মহোদয় জানান, সারের বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রির তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
