ভেড়ামারায় বিভিন্ন রুগীদের মাঝে অনুদানের চেক বিতরণ। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন মহোদয়ের উপস্থিতিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার , কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগ সহ প্রভৃতি জটিল রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স এর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ১২ জন সুবিধাভোগীর মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনের হাত থেকে রোগীরা তাদের জন্য বরাদ্দকৃত চেক গ্রহণ করেন। এছাড়া উপজেলা পরিষদ জনাব আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক ও অনুষ্ঠিত হয়। সভায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান হাসান, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন? আরা সিদ্দিক, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, ভেড়ামারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সহ পদস্থ কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবার কিছুক্ষণ পূর্বে সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে তাকে কর্মকর্তা ও নেতৃবৃন্দ স্বাগত জানান।
