ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৮ শত জনকে সরিষা, গম, পেঁয়াজ, ডাল, খেসারি, সহ হরেক রকম বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেড়ামারার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সরিষা গম, মসুর, খেসারি, সূর্যমুখী (হাইব্রিড) চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, ও আড়হর, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার আট শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহাসিন আলী অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়া, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের দুই হাজার ২৭৯০জন সরিষা চাষি, ৪৮০ জন মসুর ৪০০ জন, গম ১৭০০ জন, খেসারি ৪০ জন, আড়হর ৩০ পেঁয়াজ চাষি, ২০ জন সূর্যমুখী ২০ চাষিকে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০ জন বাদাম চাষিকে ১০ কেজি করে বীজ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ২৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার প্রদান করা হয়েছে।
