কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার সময় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী (১৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে আলামিন নামের এক যুবক।

সোমবার সকালে রাজশাহী একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সুমন আলীর মৃত্যু হয়। পরে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
বাহাদুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুর ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে জানান, নিহত সুমন এর লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে, রাতেই মাটি হওয়ার কথা আছে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, পারিবারিক কলহের জেরে বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী নিহত হয়েছে। সুমনকে যারা মেরেছে তারা সম্পর্কে তাদের আত্মীয়।
