নিজ সংবাদ ॥ ভেড়ামারায় দুর্বৃত্তদের হামলায় এক যুবক নিহত হয়েছে। গতকাল (৫ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা গোলাপ নগরে মোঃ নাফিজ আহমেদ তুষার (২৮) নামের এক যুবক দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হয়ে নিহত হয়েছে। নিহত নাফিস আহমেদ তুষার ভেড়ামারা গোলাপনগর এলাকার মোঃ রবির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,তুষারকে জখম অবস্থায় ঘটনাস্থল থেকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়,সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক আশঙ্কা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি জানান,নিহত নাফিস আহমেদ তুষার দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে,কি বিষয়ে এই ধরনের হামলা হয়েছে এখনো জানা যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে।
