ভেড়ামারায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম ( ২৬) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল শনিবার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে বাহাদুরপুর বাজারের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী মহিদুল ইসলাম (২৬)। হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে  মহিদুল রাস্তায় পড়ে যান।

এ সময় ইঞ্জিনচালিত একটি চলন্ত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত মহিদুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের কালাচাঁদ (পোকার) ইসলামের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় চলন্ত ইঞ্জিন চালিত ট্রলির নিচে পড়ে মহিদুল নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। এ ব্যাপারে নিহতর পরিবারের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।