ভেড়ামারায় ট্যা*পেন্টাড*ল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্যা*পেন্টাড*ল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৪, ২০২৪

খোকন ॥ ভেড়ামারা হাওয়া খালি মাঠের পাশে ৬৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ তুহিন আলী লাল (২৪) কে আটক করেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত তুহিন আলী লাল ভেড়ামারা উত্তর ভবানীপুর এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, এ এস আই (নিঃ) কামরুল ইসলাম এর নেতৃত্বে, ডিবি পুলিশ কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠের পাশে একটি মাদক অভিযান পরিচালনা করে আসামী তুহিন আলী লালকে ৬৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গতকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার সময়  রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত  আসামীম বিরুদ্ধে ভেড়ামারা  থানায় একটি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ।