ভেড়ামারায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস কর্তৃক আয়োজিত ও সোনালী ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখার সার্বিক সহযোগিতায় “জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে ও ভেড়ামারা শাখার সোনালী ব্যাংক পিএলসি ম্যানেজার (এসপিও) শামসুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ব্যাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস কুষ্টিয়ার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী আসমান আলী সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ওয়ার্কশপ শুরুর পূর্বে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।
