ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি আয়োজন করে ভেড়ামারা পৌরসভা ও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। এ উপলক্ষে গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টার সময় ভেড়ামারা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, মিজানুর রহমান নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তিনি বলেন,এই স্যানিটেশন ও হাত ধোয়া দিবসে ব্যানপাটি দিয়ে র্যালি করার উদ্দেশ্য হলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্যানিটেশন ও হাত ধোয়া এক দিনের জন্য না। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া জরুরী। এটা সকলের দায়িত্ব নিয়ে করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা পৌরসভার সচিব সরোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলি। সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
