ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৩
ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৩ হাজার ৫২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে এ সার-বীজ বিতরণ উদ্বোধন করা হয়।

ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

ভেড়ামারায় চাষীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ

২০২৩/২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে রবি মৌসুমের সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, শীতকালীন শাকসব্জিসহ নানা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে সার-বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এস এম আনছার আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী। এই সময় উপস্থিত ছিলেন তনুশ্রী দেবনা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা।