ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা হার্ডিং ব্রিজ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ পাম্প হাউস পরিদর্শন করেন এবং পাম্পের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, গঙ্গা শেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. নাসিম,জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার সহ সরকারি কর্মকর্তারা।