ভেড়ামারায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহাফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহাফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার  ভেড়ামারা  উপজেলার ৮০/৯০ দশকের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের  দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমিতেসাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এক জন সত ব্যাক্তি ছিলেন বিগত ফ্যাসিস আওমিলীগ সরকার বিভিন্ন  মিথ্যা মামলা দিয়ে জেল খানায় আটক রেখে শাররির মানসিক ভাবে অত্যাচার করে অসুস্থ করেছিলো। তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়নি। গত ৩০ তারিখে চিকিৎসা অবস্থায় মারা যায় আমরা তার জন্য দোয়া করি সে যেন বেহেস্ত নসিব দান করুন। ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, কুষ্টিয়া জজ কোটের পিপি সিরাজুল ইসলাম সিরাজ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  মোস্তাক আহমেদ মিন্টু, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল আজিম বাবু,জেলা বিএন পির সদস্য  সিহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচির আল হুসাইন সোহাগ, ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক হাজী সামসুল হক,  উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,  উপজেলা যুবদলের সদস্য সচিব  মোশাররফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, উপজেরা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ‘ ধরমপুর ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির  সভাপতি নয়ন আলী, ধরমপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম  আহবায়ক স্বপন আলী, জগলু, বক্কার মাস্টার, লিমন, তুজাম, সিহাব, পরে বেগম খালেদা জিয়ার রুহয়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর ৮ নং বিএনপি আয়োজিত পৌর সাবেক কাউন্সিলর খাইরুল ইসলামের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুইয়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।