ভোড়ামার প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম রুবল (৩৪) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে ভেড়ামারা উপজেলার ওয়াহেদপুর (পশ্চিম বাহিরচর ১২ মাইল) গ্রামের জাকির হোসেনের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গত শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় ভড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মোঃ আশরাফুল ইসলাম রুবেলের বসত বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর থেকে তাকে ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
