ভেড়ামারায় অবৈধভাবে বালু কাটার অপরাধে ৪ জনের কারাদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধভাবে বালু কাটার অপরাধে ৪ জনের কারাদন্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদী থেকে অবৈধভাবে ফ্লিন বালি কাটার অপরাধে ৪ জনকে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এক গোপন সংবাদের ভিক্তিতে ভেড়ামারা উপজেলা প্রশাসন   উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড় গ্রামের নিচে পদ্মা নদীর চর  থেকে অবৈধভাবে বালু উত্তলনের  অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে ২০১০ এর ৪ (খ)  ও ৪ (গ) ধারায় পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের জন্য চার জনকে জেল  দিয়েছেন এদের মধ্যে মেহেদী হাসান (৩০)  ও পিন্টু আলী( ২৫) কে ১ মাসের জেল দিয়েছেন।

অপর দিকে লিমন (২০) ও শরিফুল (২৫) ৩ মাসের জেল দিয়েছেন ও ৫০ হাজার টাকা জরিমানা  অর্থ  অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার  রফিকুল ইসলাম। পরে আসামিদেরকে  কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সাংবাদিকদের  জানান পদ্মা নদী থেকে ভবিষ্যতে  অবৈধভাবে বালি মাটি কাটলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।  এই অভিযান চলমান থাকবে।