ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় গত মাসের ১০ তারিখের সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া পান বরজের ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন মনি গ্র“প। অর্থ সহায়তা প্রদান উপলক্ষে গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত মাধবপুর মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিতরে অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শতাধিক ক্ষতিগ্রস্ত পানচাষীদের প্রত্যেককে তিন হাজার করে অর্থ সহায়তা দেয়া হয়। কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক মনোয়ার হোসেন মারুফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ টেলিভিশন বিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ব্র্যাক ব্যাংকের ভেড়ামারা শাখার ব্যবস্থাপক আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান শেষে অতিথিরা উপরোক্ত সংখ্যক সহায়তা প্রদান করেন। স্পন্সর মনি গ্র“পের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সংস্কৃতি অন্ত-প্রাণ ব্যক্তিত্ব, স্বীকৃত ও নিয়মিত সমাজসেবক মনিরুল ইসলাম মনি। তিনি তার বক্তব্যে বলেন, অতি দ্রুত আরও সহায়তা নিয়ে অগ্নিকান্ড এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্র“তি দেন এবং সেই সাথে তিনি শারীরিকভাবে অসুস্থ মর্মে সমাবেশকে অবহিত করেন আর সেই সাথে সকলের নিকটে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
