কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র্যাবের মোবাইল কোর্টের অভিযান
কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র্যাবের মোবাইল কোর্টের অভিযানে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস কারখানায় র্যাবের মোবাইল কোর্টের অভিযান
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াকে সাথে নিয়ে অদ্য ১৯ এপ্রিল ২০২৩ ইং তারিখ দুপুর ০১:১০ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকায় একটি ভেজাল কসমেটিকস তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
উক্ত অভিযানে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান হতে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস এবং কসমেটিকস তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। চাঁদের পরী প্রোডাক্টস এর মালিক ইলিয়াস শাহ (৪৯), পিতা-আব্দুল মান্নান, সাং-আড়ুয়াপাড়া (৪৪ আব্দুল জব্বার সড়ক), থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়, যার মামলা নং-১১১/২০২৩, তারিখঃ ১৯ এপ্রিল ২০২৩।

পরবর্তীতে জব্দকৃত ভেজাল কসমেটিকস ও কসমেটিকস তৈরির ক্ষতিকর উপকরণ সমূহ ধ্বংস করা হয়।
