কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১২, ২০২৩
কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত

কুষ্টিয়ায় সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্রাইভেট হাসপাতালের অ্যানেস্থেসিয়া ডাক্তার তাজিন এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। তার ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী মোঃ মুন্নাত (৪৫) নামের এক স্কুল শিক্ষক। এমনটাই দাবি করছেন স্বজনরা।

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত

কুষ্টিয়ায় ভুল চিকিৎসায় মৃত্যু পথযাত্রী স্কুল শিক্ষক মুন্নাত

এদিকে কুষ্টিয়ার সিভিল সার্জনের কাছে ভুক্তভোগীর অভিভাবক মৌখিক অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে এই হাসপাতাল ও চিকিৎসক ডাঃ তাজিন এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মুন্নাত এর স্ত্রী জেসমিন বলেন, আমার স্বামীর হাত ভেঙ্গে ছিলো জয়েন্ট ভালোভাবে না লাগার জন্য ডি ল্যাব এর ডাক্তার এনজামুল হকের কাছে অপারেশনের জন্য নিয়ে আসি কিন্তু ডি ল্যাবের পরিবর্তে সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্রাইভেট হাসপাতলে আমার স্বামীকে অপারেশন জন্য ডাঃ তাজিম অ্যানেস্থেসিয়া দেয়ার কারনে আমার স্বামীর অবস্থা খারাপ হতে থাকে রাত ১ টার দিকে হাসপালে থেকে বলা হয় রোগী স্ট্রোক করছে বলে মান্নান হার্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন রোগী ভু্ল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারনে তার এক সাইড অকেজো হয়ে গিয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় শক্রবার ভোরে তাকে ঢাকা নিউরো সাইন্স নিয়ে যাওয়া হয়। আমার স্বামী এখন আইসিইউ তে মৃত্যেুর সাথে পাঞ্জা লড়ছেন।

তিনি আরও জানান, সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট হাসপালের নার্স কাছে জানতে চাইলে বলেন, রোগীর বিপি, পালাস্,অক্সিজেন লেবেল ঠিক ছিলো ডাঃ তাজিম স্যারে ভুল অ্যানেস্থেসিয়ার কারনে রোগী অবস্থা খারাপা হয়ে যায়। শুক্রবার রাতে আমরা ৯৯৯ এ মাধ্যমে প্রথমিক ভাবে অভিযোগ করেছি। মুন্নাতের স্ত্রী সাংবাদিকের মাধ্যমে বলেন প্রশাসনের কাছে দাবি লাইসেন্স বতিল তাজিন আহমেদ কে ডাক্তার এবং সার্জারি ডাক্তার এনজামুল হককে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের মালিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: