মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২০, ২০২৩
মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স

কুষ্টিয়া মিরপুর উপজেলায় জয়মন ক্লিনিক এন্ড নার্সিং হোমে আমলা সদরপুর ইউনিয়নের শিখা (২০) নামে জনৈক গৃহবধূকে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে ক্লিনিকের ম্যানেজার ও আয়া মিলে ভুয়া ডাক্তার সেজে অপারেশন করে মলদার কেটে সেলাই করে বন্ধ করে দিয়েছে।

মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স

মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স

মিরপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের নামে মলদার কেটে দিলেন ভুয়া ডাক্তার-নার্স

শিখার অবস্থা বেগতিক হলে তাকে দ্রুত ক্লিনিক থেকে বের করে দেয়।

শিখা এখন অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছে। তার যাবতীয় চিকিৎসা ব্যয় ভার এই ক্লিনিক এর মালিক রব্বানী বহন করবে বলে শিখার পরিবারকে কথা দিলেও তা ঠিকমতো করা হচ্ছে না এবং রোগীর পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ ব্যাপারে জয়মন ক্লিনিকে গেলে মালিক রব্বানীকে পাওয়া যায়নি তার ছেলে ইমন ও ক্লিনিকের ভুয়া ডাক্তার ভুয়া নার্স শিখাকে তারা কখনো দেখেই নাই বলে জানান, ভর্তি ও অপারেশন তো দূরের কথা। প্রশ্ন হলো তারা যখন চেনেন না তাহলে অপারেশন করলো কোন ডাক্তার নার্স?

আরও পড়ুন: