ভুট্টা খেতে বিষ কৃষকের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় মামলা
কৃষকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে কুষ্টিয়ার কুমারখালী থানায় মামলা করেছেন ওই শিশুর বাবা। মামলায় অভিযুক্ত কৃষক ও তাঁর স্ত্রীকে আসামি করা হয়েছে।
বাড়ির পাশেই ভূট্টা খেত। খেতে কাঠবিড়ালির বেশ উপদ্রব। কাঠবিড়ালি নিধনের জন্য খাবারের সাথে আঁখের গুড় ও বিষ মিশিয়ে মিষ্টির প্যাকেটে করে খেতের জমিতে রেখেছেন এক কৃষক। খেলার ছলে সেই বিষ মিশানো খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

ভুট্টা খেতে বিষ কৃষকের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় মামলা
নিহত শিশু নোভা (৩) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মো. ইবাদুল ফকিরের মেয়ে। এঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. শাওন (৩)। তাঁরা দুজনে সম্পর্কের চাচাতো ভাই বোন।
অভিযুক্ত ওই কৃষক একই এলাকায় মৃত গফুর শেখের ছেলে মো. আবু তালেব (৪৮) ও তাঁর স্ত্রী মোছা. ঝর্ণা খাতুন (৪০)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কৃষক আবু তালেব ভূট্টা খেতে কাঠবিড়ালি নিধনের জন্য খাবারের সাথে গুড় ও বিষ মিশিয়ে মিষ্টি জাতীয় খাবার বানিয়ে রেখেছিল। খেলার ছলে গত বৃহস্পতিবার বিকেলে শিশু নোভা ও শাওন ওই বিষ মিশানো খাবার খেয়ে অসুস্থ হলে স্বজনরা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধায় শিশু নোভা মারা যায়। আর অসুস্থ শাওন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত শুক্রবার রাতে থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর -১৬। মামলার গ্রেফতারের ভয়ে পালিয়েছেন কৃষক ও তাঁর পরিবার।

মামলার বাদী ইবাদুল ফকির বলেন, কৃষক আবু তালেব গোপনে ভূট্টা খেতে বিষ মিশানো খাবার রেখেছিল। তা খেয়ে তাঁর মেয়ের অকাল মৃত্যু হয়েছে। তিনি মেয়ে মরার বিচার চেয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত কৃষক আবু তালেব গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, তাঁর ফসলে কাঠবিড়ালের উপদ্রব। তা নিধনের জন্য তিনি আঁখের গুড়ের সাথে বিষ মিশিয়ে রেখেছিলেন। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে তিনি তা বুঝতে পারেনি।
কুমারখালী থানার উপ – পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আলী আজাদ বলেন, অবহেলায় মৃত্যুর অভিযোগে শুক্রবার রাতে শিশুর বাবা মামলা করেছেন। তিনি আসামিদের গ্রেফতার অভিযান চালাচ্ছেন।
