ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ ঢাকা মহানগর আহবায়ক কমিটির অনুমোদন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ ঢাকা মহানগর আহবায়ক কমিটির অনুমোদন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নিজ সংবাদ \\ ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ ঢাকা মহানগর আহবায়ক কমিটির অনুমোদন  দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্র“য়ারি বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কক্ষে কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ভজহরি ভৌমিক (ভারত), সাংস্কৃতিক সম্পাদক কায়া বিশ্বাস (ভারত), মুর্শিদাবাদ জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক বিমানেশ বিশ্বাস বাপ্পী (ভারত), সাংস্কৃতিক সম্পাদীকা কনিকা দাস, সাংস্কৃতিক সম্পাদক কৌশিক রায়, নির্বাহী সদস্য টুকু দাস। মতবিনিময় সভা শেষে ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ ঢাকা মহানগর শাখার ৯ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদন করেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ভজহরি ভৌমিক। কমিটির আহবায়ক গৌতম পাল, সদস্য নারায়ণ চন্দ্র দাস, টিটু কূমার দাশ, এ কে এম মাহবুবুর রশিদ, সাজু চৌধুরী, ইঞ্জিঃ হুমায়ুন কবীর, জুলফিকার হায়দার চৌধুরী, মানিক কুমার রক্ষিত ও এড. অর্পিতা চৌধুরী রিপা।  উপরোক্ত কমিটি এক মাসের মধ্যে যাচাই-বাছাই পূর্বক ঢাকা মহানগর এর একটি খসড়া কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিবেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।