ভারতের সমস্ত ব্যারেজের বিরুদ্ধে পাল্টা ব্যারেজ দিতে হবে বাংলাদেশ সরকারকে: আনসার প্রামাণিক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারতের সমস্ত ব্যারেজের বিরুদ্ধে পাল্টা ব্যারেজ দিতে হবে বাংলাদেশ সরকারকে: আনসার প্রামাণিক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক বলেন, তিস্তার ব্যারেজ হতে দিচ্ছেনা। বর্ষার সময় ডুবাইয়া মারে। আবার পদ্মায় পানি থাকেনা। আপনারা দেখেছেন এবার মুনিপুরার সমস্ত ব্যারেজ খুলে দিয়ে সিলেট বিভাগ, চিটাগাং বিভাগ, দুইটা বিভাগ একেবারে পানির নিচে। আমরা বলতে চাই। ভারতের সমস্ত ব্যারেজের বিরুদ্ধে পাল্টা ব্যারেজ দিতে হবে বাংলাদেশ সরকারকে। দরকার হলে আমরা আন্দোলন গড়ে তুলব।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়বাংলা বাজারে আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তি সমাবেশের আয়োজন করে যদুবয়রা ইউনিয়ন বিএনপি। বিকেল ৩ টায় সমাবেশ শুরু করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, ‘যদি নির্বাচন দেরিই হয়। তাহলে ব্যারেজ নিয়ে আন্দোলন শুরু করা হবে।

পাল্টা ব্যারেজ দিতে হবে আমাদেরকে। পাল্টা ফারাক্কা ব্যারেজ দিতে হবে। তিস্তা ব্যারেজ দিতে হবে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন আমাদের কি অবস্থা? আপনারা বুঝেছেন এতো চুক্তি হয়েছে। কিন্তু একটি বারো তিনি (শেখ হাসিনা) একথা (ব্যারেজ নিয়ে) বলেনা। আমরা শুধু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।

তারপর ব্যবস্থা নিতে হবে আমাদের। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে আলম টমের সভাপতিত্বে এবং কুমারখালী যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন প্রামাণিকের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।