ভারতের অভ্যন্তরে বিজিবি- বিএসএফ’র পতাকা বৈঠক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারতের অভ্যন্তরে বিজিবি- বিএসএফ’র পতাকা বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিজিবি- বিএসএফ’র সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১ মার্চ) দুপুরে ৪৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন, সেখানে ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহার নেতৃত্বে বিএসএফ-র একটি দল উপস্থিত ছিলেন। প্রথমে কুশল বিনিময় করেন। কুষ্টিয়া ব্যাটেলিয়ন ৪৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন ও ভারতের বহরমপুর সেক্টরের ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার অনিক কুমার সিনহা এসময় তারা উভয় দেশের সীমান্তে শান্তিরক্ষা, চোরাচালান রোধে যৌথটহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে কৃষকের ফসল কর্তন বিষয়ে আলোচনা করেন।