আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৯, ২০২৩
আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা ২০২২-২৩ এ কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

আন্তঃজেলা ভলিবলে কুষ্টিয়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

নড়াইলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা দল খুলনা, মাগুরা ও নড়াইল জেলা দলকে পরাজিত করে। গত বছরও কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। অচিরেই ঢাকাতে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করবে কুষ্টিয়া জেলা দল।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া জেলা দল খুলনা বিভাগীয় আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সাধারন সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা দলের কোচ রেজাউল করিম আরজু বলেন- ঢাকাতে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের খেলায় আশারাখি আমরা ভাল ফলাফল বয়ে আনতে পারবো। তিনি বলেন- কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা তাদের সামর্থ অনুযায়ী আমাদের দলকে সব ধরনের সহযোগিতা করে চলেছে এজন্য আমরা জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন: