ভয় দেখিয়ে ভোট পাওয়া যায় না ভোটারদের ভালবাসা অর্জন করতে হয় : তণু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভয় দেখিয়ে ভোট পাওয়া যায় না ভোটারদের ভালবাসা অর্জন করতে হয় : তণু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু বলেছেন, ভয়-ভীতি দেখিয়ে ভোট পাওয়া যায় না, ভোটারদের ভালবাসা অর্জন করতে হয়।

ভয় দেখিয়ে ভোট পাওয়া যায় না ভোটারদের ভালবাসা অর্জন করতে হয় : তণু

কুষ্টিয়া সদরের ভোটাররা দলমত নির্বিশেষে আমাকে তাদের বুকে জায়গা করে দিয়েছে। আমি তাদের মনে স্থান করে নিয়েছি, তারা দু’হাত তুলে মন খুলে আমার জন্য দোয়া করছে, এটা আমার বড় পাওয়া। তণু বলেন, কোন অপপ্রচার বা ভয়-ভীতিতে আপনারা পিছু পা হবেন না। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। যারা ভয় দেখিয়ে ভোট পাওয়ার আশা করছে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। তণু বলেন, আইন-শৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এখানে ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। তণু বলেন, আমার পিতা অন্যায়ের কাছে কোনদিন মাথা নত করেননি, আমিও তাঁর সন্তান হিসেবে কোন অন্যায়ের কাছে মাথানত করবোনা। অন্যায়-অপশক্তির বিরুদ্ধে আমার লড়াই-সংগ্রাম সবসময় চলবেই। তণু বলেন, কুষ্টিয়া সদরকে আরও আধুনিকায়ন ও উন্নত করতে আগামী৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিন। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সেবা করবো।

মঙ্গলবার দিনব্যাপি কুষ্টিয়া শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজকর্মী ও সমর্থকদের সাথে নিয়েনির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি সদর উপজেলার খাজা নগর মাছবাজার, নওপাড়া বাজার, দহকুলা বাজার ও আলামপুর গরুরহাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন। এসময় হাজারো মানুষ তণুকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। তারা ঈগল প্রতীকে ভোট প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।