দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৪, ২০২৩
দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্যতম সংগঠন “ভয়েস অফ গাছেরদিয়াড়” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুরে ভয়েস অফ গাছেরদিয়াড় উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ গাছ লাগান, পরিবেশ বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন “ভয়েস অফ গাছেরদিয়াড় ” এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টার সময় গাছেরদিয়াড় জামে মসজিদে বকুল ফুলের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন ” ভয়েস অফ গাছেরদিয়াড়” এর পরিচালক মোঃ শাকিল আহাম্মেদ জয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উপলক্ষে গাছের দিয়াড়ের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, স্কুল এবং এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানোর হয়েছে এবং এ কর্মসূচি অংশ হিসেবে এই বর্ষা মৌসুমে দৌলতপুরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কাজ চলবে বলে জানান তারা।

এসময় “ভয়েস অফ গাছেরদিয়াড়” এর পরিচালক মোঃ শাকিল আহাম্মেদ জয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিনভাগের একভাগও এখন দেখা যায় না। যার ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য “ভয়েস অফ গাছেরদিয়াড়” উদ্যোগে এই বর্ষায় গাছেরদিয়াড়ের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, স্কুল এবং এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় যা আজ থেকে বছর জুড়ে চলমান থাকবে।

উক্ত কমর্সূচীতে উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য মিলন হোসেন, সাবেক মেম্বার আরব আলী, রাহেনুল হক ও “ভয়েস অফ গাছেরদিয়াড়” এডমিন প্যানেলের মো: বিজয় হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, সিয়াম আহমেদ সুপ্ত, আব্দুল জুবায়ের তামিম, বাপ্পি হোসেন রবিনসহ প্রমুখ ।

আরও পড়ুন: