ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৬, ২০২৩
ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ

পরিবেশবাদী যুব সংগঠন” গ্রীন ভয়েস” ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ

ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ

ইবিতে পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ

সোমবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এ আয়োজন করে সংগঠনটি। গ্রীন ভয়েসের ইবি শাখার সভাপতি মোখলেসুর রহমান সুইটের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা নিম্নভূমির একান্ত অন্তরঙ্গ তরুদের অন্যতম জারুল গাছ ও টকটকে লাল রঙে প্রকৃতিকে বিমোহিত করে রাঙিয়ে তোলা রূপলাবণ্যে স্নিগ্ধ শিমুল গাছ লাগিয়েছি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে কুইজ প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়। এতে বিজয়ী হয়েছে দুইজন। তারা হলেন -ফার্মেসি বিভাগের বিল্লাল হোসেন ও একই বিভাগের ফখরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমানুল সোহান। এছাড়া বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের সহ-সভাপতি নাহারুল আলম, কার্যনিবাহী সদস্য আবদুল্লাহ আল কাফিসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: