খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৩
খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত

আনন্দপূর্ণ পরিবেশে কুষ্টিয়ার খোকসায় ভজন কীর্তন, গৌরকথা ও ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২’মে) রাতে খোকসা ইসকন সংঘ নিধি গৌর দাসের আয়োজনে উপজেলার পৌর হরিতলা মন্দির মাঠে অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত

খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত

খোকসায় ভজন কীর্তন ও ভাগবতীয় আলোচনা অনুষ্ঠিত

ভাগবতীয় আলোচনা ও গৌর কথায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসকনের কোষাধ্যক্ষ শ্রীপাদ জ্যোতিশ্বর গৌর হরি দাস।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুষ্ঠানে প্রবোধ কুমারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মৃদং রস পন্ডিত, শ্রীপাদ জয় গৌরগোপাল গোস্বামী দাস, শ্রীপাদ উপেন্দ্র কৃষ্ণ দাসসহ অন্যান্য বিশিষ্ট ভক্তবৃন্দ।

এসময় ভজন কীর্তন পরিবেশন করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভজন কীর্তনীয়া শ্রীপাদ অনন্ত বংশীধারী দাস।

আরও পড়ুন: