দৌলতপুরে বনানী বিড়ি কারখানায় ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বিড়ি তৈরীর অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় বনানী বিড়ি কারখানাতে ব্যবহৃত ব্যন্ডরোল দিয়ে বিড়ি তৈরীর অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

দৌলতপুরে বনানী বিড়ি কারখানায় ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বিড়ি তৈরীর অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শিল্পনগরী আল্লারদর্গায় অবস্থিত বনানী বিড়ি কারখানাতে ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বনানী বিড়ি তৈরী করে তা বাজারে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন কোম্পানীর বিক্রয় হওয়া বিড়ির প্যাকেট থেকে সংগ্রহ করা ব্যান্ডরোল বিভিন্ন চোরাকারবারীদের কাছ থেকে নামমাত্র মূল্যে সংগ্রহ করে তা বনানী বিড়ির প্যাকেটে ব্যবহার করা হচ্ছে। ফলে সরকার বিপুল অংকের টাকা রাজস্ব ফাঁকিতে পড়ছে। অধিক মুনাফার আসায় বনানী বিড়ি কারখানার মালিক আলহাজ্ব বায়েজিদ বিশ্বাস দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিদিন গড়ে ১৮থেকে ২০লক্ষ বনানী বিড়ি তৈরি করে চোরাপথে সংগ্রহ করা ব্যন্ডরোল দিয়ে তা বাজারজাত করছেন কারখানা কতৃপক্ষ এমন অভিযোগ এলাকাবাসীর। কারাখানার প্রধান গেট বন্ধ রেখে বাইরে পাহারা বসিয়ে প্রতিদিন অবৈধ এমন কাজটি করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এরফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকিতে পড়েছে।
অনিয়ম ও দূর্নীতির বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার আলহাজ্ব মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, মালিকের ব্যবসার অবস্থা ভাল না হওয়ায় গোপনে এ কাজটি করতে হচ্ছে। ব্যবসার অবস্থা ভাল হলে আপনাদের খুশি করব।
![]()
বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে নেওয়ার আহ্বান এলাকার সচেতন মহল ও গ্রামবাসীর।
