খোকসায় বোরো ধানের বাম্পার ফলন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৩
খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

কুষ্টিয়ার খোকসায় বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (২৭’এপ্রিল) উপজেলার জানিপুর ইউনিয়ন এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: হায়াত মাহমুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ব্রিধান-৮৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ১১৫০ হেক্টর কিন্তু অর্জিত হয়েছে ১২২৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি বোরো ধানের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, ‘এবারে হেক্টর প্রতি ধানের ফলন হয়েছে ৬.৬ মেট্রিক টন। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক মোঃ টিপু সুলতানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: