নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন অসুস্থ ছাত্রদের পক্ষে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তাদের সহযোগিতা পেয়ে খুশী হয়েছেন আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার (১০ আগস্ট) বিকালের দিকে নিশাত সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং প্রত্যেককে আর্থিক সহায়তা করেন। এসময় তারা তাদের চিকিৎসার দায়িত্ব নেন। তাদের সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করা আশ্বাস দেন তারা। এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদল, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, শুরু থেকেই আমরা আহত ছাত্রদের পাশাপাশি আছি। যারাই আন্দোলনে আহত হয়েছে তাদের খোঁজখবর রাখছি। তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের দিকনির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে তাদের সহযোগিতা করবো। অর্থের অভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বন্ধ হবে না।
তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে এসে আর্থিক সহায়তা করেছেন ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। আহতদের চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছেন। তারা ধারাবাহিকভাবে আমাদের সহযোগিতা করবেন। এতে আমরা অনেক খুশী হয়েছি।
