কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২২, ২০২৩
কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন

কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে অপারেশন করছেন না চিকিৎসক। এতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বেড়েছে চিকিৎসা সেবা। সঠিক সময়ে চিকিৎসা সেবা পেয়ে খুশি হচ্ছেন রোগীরা। এতে খরচ থেকে বেঁচে যাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালের চারপাশে দেখা যায় দালালে ভরা। কিন্তু আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না তাদেরকেও। তবে এ বিষয়ে ডাক্তারা বলছেন তাদের নিরাপত্তা ও ক্লিনিকে যন্ত্রপাতি না থাকায় তারা আর বেসরকারী হাসপাতালগুলোতে অপারেশন করবে না।

কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন

কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন

কুষ্টিয়ায় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে হচ্ছে না অপারেশন

স্থানীয় সূত্রে জানা যায় গত ১৯শে জুন কুষ্টিয়া শহরে ছয় রাস্তা মোড়ে স্বনামধন্য বেসরকারি আদ-দ্বীন হাসপাতালে পিত্তথলির অপারেশন করতে গিয়ে গৃহবধু ফিরোজা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঐদিন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগী স্বজনেরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের দায়িত্বরত সার্জারি ডাক্তার আমিরুল ইসলাম ও অজ্ঞানের ডাক্তার আব্দুর রহমানসহ নার্সদেরকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। নিহত গৃহবধু হলেন কুষ্টিয়া থানাপাড়া এলাকার আইয়ুব আলীর স্ত্রী ফিরোজা বেগম।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ বিষয়ে বেসরকারী হাসপাতালের মালিকরা বলছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রোগীর অপারেশন না হলে তাদের চরম ক্ষতি ও লোকসান হচ্ছে।

চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন অনেক টাকার বিনিময় সন্তান প্রসাবের জন্য সনো হাসপাতালে যান। কিন্তু ডাক্তার না থাকায় তাকে স্বল্প খরচে সদর হাসপাতালে অপারেশন করতে হয়। অপারেশনের পর সন্তান ও সন্তানের মা ভাল আছেন। ঐ রোগী আরও বলেন বেশিরভাগই রোগীরা সরকারী হাসপাতালে চিকিৎসা নেন না। চিকিৎসা নেন নামী দামি ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক এ্যানেসথেটিষ্ট ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন বলেন গত কয়েকদিন ধরে কোন ক্লিনিক বা বেসরকারী হাসপাতালগুলোতে অপারেশন করছেন না। কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়মিত অপারেশন করা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন: