বেশ কয়েকবার মাদকসহ আটকের পর থামছে না ছানোর এর মাদক ব্যবসা। - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বেশ কয়েকবার মাদকসহ আটকের পর থামছে না ছানোর এর মাদক ব্যবসা।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২১, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ঢাকাঝালুপাড়া গ্রামের বাসিন্দা মৃত ভোলার ছেলে মোঃ ছানো (৪০)। দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় ঢাকাঝালুপাড়ায় মাদক বিক্রিয় করে আসছে। পুলিশের কাছে অনেক বার মাদক সহ আটক হলেই জেল থেকে বের হয়ে আবার সেই মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক সেবন এবং বিক্রিয় করে সে ঢাকাঝালুপাড়া এলাকার যুব সমাজকে ধ্বংস করছে।এলাকাবাসী দাবি ছানো ঢাকাঝালুপাড়াকে মাদকের আখড়ায় পরিনত করেছে।এলাকার আনাচে-কানাচে চলছে রমরমা মাদক ব্যবসা। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাজা, ফেন্সিডিলের মতো ভয়ংকর মাদক। মাদকের সহজলভ্য হওয়ায় সমাজের যুব সমাজ উৎসাহীত হচ্ছে মাদক সেবনের প্রতি। তাদের জন্য এলাকার যুব সমাজ এখন ধ্বংসের মুখে। এই মাদক সিন্ডিকেটের কাজ হচ্ছে মাদক ব্যবসা, চুরি, মারামারিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্ত থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছানোর মাদক বিক্রিয়ের দুইটা ভিডিও আমরা পাই যেখানে দেখা যায় ছানো টাকার বিনিময়ে নিষিদ্ধ গাজা বিক্রয় করছে।এই নিয়ে সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত বলে সাংবাদিকদের জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক  ঢাকাঝালুপাড়া কয়েকজন বাসিন্দার বলেন, ছানো দীর্ঘ সাত আট বছর ধরে এই মাদক  ব্যবসার সাথে জড়িত। আমরা দেখেছি বিভিন্ন সময়ে সে মাদকসহ পুলিশ এর  হাতে আটক হয়েছে। পরবর্তীতে জেল থেকে বের হয়ে এসে আবার সেই মাদক ব্যবসার শুরু করে। তার জন্য আমাদের এই এলাকা আজ মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আমরা চাই প্রশাসন এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনুক। ছানো সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, ছানো নিজেকে মাদক সেবি হিসাবে স্বীকার করেন। কিন্তু মাদক বিক্রয় বিষয়টা অস্বীকার করেন। জগতি পুলিশ ক্যাম্পের এসআই  আলিম বলেন, মাদক বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি,তারপরও এই বিষয়ে আমরা কোন অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবো।