কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার
“স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১৫ জুন) বৃহস্পতিবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার
সেমিনারটির সভাপতিত্ব করেন কুষ্টিয়া পলিটেকনিকের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী জাহেদুল কবির খান । কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) নাজনীন নাহার’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম এবং সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া টিএসসি’র অধ্যক্ষ রেজাউল হক ।
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রারক্টর ইয়াকুব আলী এবং জিএসএম ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া’র সিইও সাইফুল আলম মারুফ । বক্তব্য প্রদানকালে জিএসএম ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া’র সিইও সাইফুল আলম মারুফ বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের চারটি বিষয়ের দিকে বিশেষ লক্ষ রাখতে হবে। যেগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট গভারমেন্ট, স্মার্ট ইকোনোমি এবং স্মার্ট সোসাইটি। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে সরকার পেপারলেস এবং ক্যাশলেস যে প্রযুক্তি নিয়ে আসছে চলেছে তা কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। কারিগরি শিক্ষা গ্রহন ব্যতীত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন অসম্ভব। তাই আমাদের টেকনিক্যাল শিক্ষার প্রতি বেশী বেশী জোর দিতে হবে।
সভাপতির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী জাহেদুল কবির খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ইতিমধ্যে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব দেশের প্রত্যান্ত অঞ্চলে স্থাপিত করা হয়েছে। দেশের সর্বত্র ইন্টারন্টে (ব্রডব্যান্ড) সেবা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আমাদের বর্তান সরকারের আমলে অনেক দক্ষ এবং পেশাদার মানুষ তৈরি হচ্ছে। বর্তমানে দেশে মেধা সম্পন্ন এবং উচ্চ মেধা সম্পন্ন ছেলে মেয়েরা তাদের স্ব-স্ব ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এভাবে চলতে থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই স্মার্ট বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা লাভ করবে ।

উল্লেখ্য ” স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বুধবার ১৪ ই জুন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ দিনব্যাপি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জাহেদুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফ উজ জামান ।
