বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু সড়ক দূর্ঘটনায় আহত
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার সভাপতি রফিকুল আলম টুকু গত ১৬ অক্টোবর সড়ক দূর্ঘটনায় পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু সড়ক দূর্ঘটনায় আহত
দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার প্রমূখ।
মোঃ রফিকুল আলম টুকু সেক্টরস কমান্ডারস ফোরাম, কুষ্টিয়া, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, কুষ্টিয়া, জাতীয় যক্ষা প্রতিরোধ এ্যাসোসিয়েশন, কুষ্টিয়া, ঢাকা-ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন, কুষ্টিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এয়াড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করেছেন।
