মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩১, ২০২৩
মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত

“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় কৃষক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফকিরাবাদ গ্রামে দিশা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত

মিরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

পিকেএসএফ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা দিশা এ কৃষক সমাবেশের আয়োজন করে।

দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট (মেডিসিন) ডা. কাজী নাজমুল হক শাওন, মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক এবং বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মন্টু।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এর আগে কারিগরি কর্মকর্তা মো. জিল্লুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তামাক চাষের ক্ষতিকর নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি তামাক চাষ নিয়ন্ত্রণে এতদাঞ্চলে দিশার সামগ্রিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে দিশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সভাপতির বক্তব্যে দিশার নির্বাহী পরিচালক বলেন, তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রমের আওতায় পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সংস্থা অত্র এলাকা বিশেষত বারুইপাড়া ইউনিয়নে নিরন্তর কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ১১০০ জন কৃষক ৬০৯৮ বিঘা জমিতে তামাকের বিকল্প হিসেবে উচ্চ মূল্যের ফসল চাষাবাদ শুরু করেছেন। ভবিষ্যতে এই কার্যক্রমের মাধ্যমে বিকল্প আয়ের উৎস সৃষ্টিতে দিশা একাগ্রচিত্তে কাজ করে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে তামাকের বিকল্প ফসল উৎপাদনকারী চাষীদের সন্তানদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আরও পড়ুন: