কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ‘বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের (প্রতিবন্ধী) সাথে পিকনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ আগস্ট সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র নামক একটি সংস্থার আয়োজনে কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত
এসময় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র সভাপতি মোঃ নওশের আলীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সোলেমান জোয়ার্দারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের সকল সদস্য সাইদুল ইসলাম, শরীফুল ইসলাম, নয়ন হোসেন, সাবুল হোসেন, আফজাল হোসেন, আবু শাহীন, শিউলী মেম্বারসহ কুমারখালী উপজেলার কয়েকশত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওশের আলী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা তাদের শিক্ষা, কর্মসংস্থান, আবাসিক ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান ।
সেসময় প্রধান অতিথি জিয়াউর রহমান খোকন তাদের সকল দাবি শোনেন ও দাবি পূরণের প্রতিশ্রুতি দেন এবং তিনি আরো বলেন, সরকারি দপ্তরের যে সকল সাহায্য সহযোগিতা আছে তা প্রতিবন্ধীদের দেওয়ার জন্য তিনি সার্বিক সুপারিশ করবেন এবংনিজ উদ্যোগেও তাদের পাশে থাকবেন বলেও জানান তিনি। মতবিনিময় সভা শেষে জিয়াউর রহমান খোকনের পক্ষ থেকে পিকনিকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ও আলাউদ্দিন পার্কের রাইডে প্রতিবন্ধীদের ওঠার সুযোগ করে দেয়া হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র কুমারখালীব্যাপী কাজ করে যাচ্ছে । সংগঠনটির নির্বাহী ও সাধারন পরিষদ প্রতিবন্ধীদের নিয়ে সাজানো।
![]()
