হোয়াইট পিচ এর পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ
কুষ্টিয়ায় মাধ্যমিক স্তরের কয়েকজন শিক্ষার্থী রিক্সাচালক ও শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। একটি ক্যাপ, স্যালাইন, বিশুদ্ধ পানির বোতল ও বিস্কিট তুলে দিয়েছেন তাদেরকে। উদ্দেশ্য প্রচন্ড গরমের মধ্যে তারা যেন কিছুটা উপকার পায়।

হোয়াইট পিচ এর পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে হোয়াইট পিস নামে সংগঠনের ব্যানারে একটি কিশোর দল এ কর্মসূচি পালন করে। এসময় ২শ রিক্সাচালক ও শ্রমিকদের এসব উপহার সামগ্রী তুলে দেন।
এসময় সংগঠনের ফাউন্ডার আতহার নাবিল, সেক্রেটারি আলিফ আহামেদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ওয়াদি আব্দুল্লাহ রাফি উপস্থিত ছিলেন।

আতহার নাবিল বলেন, কিছুদিন হলো মানুষের কল্যাণে কাজ করতে তারা এ সংগঠন তৈরি করেছেন। মানুষের ডোনেশনের টাকা দিয়ে তারা অসহায়দের পাশে দাঁড়াবে। অল্প ক’দিনেই তারা ভাল সাড়া পেয়েছেন বলে জানান। শুধু কুষ্টিয়াতে নয় সারা দেশেই তারা কাজ করতে চান।
