কুষ্টিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক-৩
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ চঞ্চল (৩৫), শাকিল (২৪) ও ইউসুফ (৫৫) নামের তিন জনকে আটক করেছে ।

কুষ্টিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক-৩
জানা যায়, কুষ্টিয়া শহরের হাসপাতাল রোড়স্থ হোসেন ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ৭৪০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট , মাদক বিক্রয়ের নগদ ২৯,০০০ টাকা ও একটি এফ জেড মোটরসাইকেল সহ ইমরান হোসেন চঞ্চল, শাকিল ও ইউসুফ নামের তিন জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানার একটি চৌকস দল।
পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে হোসেন ড্রাগ হাউসের মালিক ইমরান হোসেন চঞ্চলের কালিশংকরপুরের বাড়িতে অভিযান চালিয়ে আর ৫ শত ৫০ পিস টাপেন্টাডল উদ্ধার করে।

কুষ্টিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক-৩
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার হাসপাতাল মোড়ের এই হোসেন রাগ হাউসে নিষিদ্ধ টাপেন্টা ডলের বেচাকেনা হয়ে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে হোসেন ড্রাগ হাউস ও তার মালিকের বাসায় অভিযান চালিয়ে দোকান থেকে ১৯০ পিস ও বাড়ি থেকে ৫৫০ পিস মোট ৭৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করি ও মাদক কারবারি হোসেন ড্রাগ হাউজের মালিক ইমরান হোসেন চঞ্চল ও তার ২ সহযোগীকে আটক করি।

আটককৃত ইমরান হোসেন চঞ্চল কালিশংকরপুর এলাকার বাবলু মোল্লার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলেছে।
