কুমারখালীতে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক হাজার ২০০ জন ধানচাষী ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

কুমারখালীতে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, কৃষক, সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।
এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ২০২২ – ২০২৩ অর্থবছরে উফশী আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের এক হাজার ২০০ জন ধান ও ৪২০ জন পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেক পেঁয়াজের চাষী এক কেজি করে বীজ ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, পরিমানমত সুতা ও পলিথিন পাবেন। এছাড়াও পরিচর্যার জন্য দুই হাজার ৮০০ টাকার চেক পাবেন। প্রত্যেক ধানচাষী ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে পটাশ ও ড্যাপ সার পাবেন।
