দৌলতপুরে হজরত আলী মাস্টারের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হজরত আলী মাস্টারের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৩
দৌলতপুরে পাঁচ নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী মাস্টার তিনি ১২-০২-৮৬ সাল থেকে দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ৭ ডিসেম্বর বুধবার ছিল তার চাকরি জীবনের শেষ কার্যদিবস। ৩৬ বছর চাকরিজীবন শেষ করে তিনি মহান শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও করতেন। হযরত আলী মাস্টার দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

দৌলতপুরে হজরত আলী মাস্টারের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত

দৌলতপুরে পাঁচ নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

দৌলতপুরে পাঁচ নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় হযরত আলী মাস্টারের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এর সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, কমরেড মোশাররফ হোসেন , ডি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কৃতি ছাত্র দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আছানুল হক, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল হাসান শান্ত।

হযরত আলী মাস্টার দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মীদের কাছে শেষ বিদায় নিয়ে যাওয়ার সময় তার জন্য সকল সহকর্মী ও স্নেহের শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন।