বিটিভির শিল্পী হলেন কুষ্টিয়ার সন্তান মেডিকেল শিক্ষার্থী সাদিয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিটিভির শিল্পী হলেন কুষ্টিয়ার সন্তান মেডিকেল শিক্ষার্থী সাদিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৪

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার সন্তান মেডিকেল শিক্ষার্থী সাদিয়া আফরিন খাঁন। সাদিয়া আফরিন টাঙ্গাইল কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুসের মেয়ে।

বিটিভির শিল্পী হলেন কুষ্টিয়ার সন্তান মেডিকেল শিক্ষার্থী সাদিয়া

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় গত বছরের শেষের দিকে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হয় ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সংগীতশিল্পী নির্বাচনের চূড়ান্ত তালিকায় অন্যান্য ক্যাটাগরির সঙ্গে ‘গ’ শ্রেণিতে উত্তীর্ণ সারাদেশের ৩৪৫জনসহ সাদিয়া আফরিন খাঁন রবীন্দ্র শিল্পী হিসেবে মনোনীত হন। সাদিয়া আফরিন খাঁন ছোট বেলা থেকেই সামাজিক কর্মকান্ডে জড়িত, গানের পাশাপাশি আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন এই সংগীত শিল্পী। নিজের মেধা-শ্রম কাজে লাগিয়ে সাফল্য কুড়িয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে জিতে নিয়েছেন পুরস্কারও। সাদিয়া আফরিন খাঁন বলেন, ‘সংগীত গুরুমুখী শিক্ষা। আমি শ্রদ্ধা জানাই আমার সংগীত জীবনের সকল শিক্ষককে। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা করা কঠিন। তারপরও আমি গানকে ভালোবাসি। এ জন্য সংগীতচর্চার চেষ্টা করে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। রবীন্দ্রসংগীত বিভাগে আমি তালিকাভুক্ত হয়েছি। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, ছোট বেলা থেকেই সাদিয়া আফরিন খাঁন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন।