দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড় ৫টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
১৫১/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ার থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা ক্যাম্পের কমান্ডার এসি পার ওয়েন্দার সিং।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার মজিবুল হক।
৫.৪৫টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে বাংলাদেশের ফসলি মাঠ থেকে চুরি যাওয়া স্যালো মেশিন ফেরত নেওয়া হয় এবং ভারত থেকে চুরি হওয়া একটি ফেরত দেওয়া হয়। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়।
![]()
