বিজয় দিবস ঘিরে কুষ্টিয়ায় বেড়েছে জাতীয় পতাকা বিক্রি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিজয় দিবস ঘিরে কুষ্টিয়ায় বেড়েছে জাতীয় পতাকা বিক্রি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

মোশারফ হোসেন ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি করছেন বিক্রেতারা। মহান বিজয় দিবসকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় পতাকা বিক্রির বেড়েছে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লা, অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি পতাকা বিক্রেতা। বিভিন্ন জেলা থেকে আসা পতাকা বিক্রেতারা শহর ঘুরে পতাকা বিক্রি করছেন। শহর ঘুরে দেখা গেছে, বাড়ির ছাদ, বারান্দা, বেলকনি, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ফেরি করে এসব পতাকা বিক্রি করছেন বিক্রেতারা।

কথা হয় মাদারিপুর থেকে আসা মৌসুমি পতাকা বিক্রেতা মো. জাহাঙ্গীর আলম (৪৭) সঙ্গে। তিনি বলেন, ‘বছরের অন্য সময় যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এইটা বিজয়ের মাস। এ মাসে সবাই পতাকা কেনে, ব্যবসাও ভালো হয়। তাই এ মাসে পতাকা বিক্রি করি।’ আরেক পতাকা বিক্রেতা সবুজ হোসেন (৪৮)। তিনি শরীয়তপুর থেকে এসেছেন। সবুজ হোসেন জানান, পেশায় তিনি গেঞ্জি বিক্রেতা। কিন্তু প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে নতুন নতুন জেলায় জাতীয় পতাকা বিক্রি করতে বেরিয়ে পড়ি। এতে তার আয় হয়, তেমনি নতুন নতুন এলাকা দেখা হয়।

এরইমধ্যে ২৮টি জেলা ঘুরেছেন। এবার যেহেতু নতুন প্রেক্ষাপট, তাই পতাকা বিক্রি খুব একটা ভালো না। কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ১০, ২০ এমনকি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি পতাকা। কাগজের ছোট পতাকাসহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।