বিশেষ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের বলরামপুরে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বলরামপুর জোড়া বটতলা মফিজ উদ্দিন রিভার ভিউ প্লে গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। বলরামপুর গোল্ডেন ক্লাবের আয়োজনে এতে শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, নাইট ফুটবল, লং জাম্প, হাই জাম্প, বালিশ খেলা, মোরগ দৌড়সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্বে রাত ৯টার দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি ছাত্র দলের সাবেক সহ-সভাপতি তুহিন। সার্বিকভাবে দায়িত্বে ছিলেন, লিটননুর রহমান, ওমর ফারুক, আসাদুর জ্জামান, সেলিম রেজাসহ স্থানীয়রা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ। উক্ত খেলার মাঠে জমিদাতাদের বিশেষ ভাবে সম্মাননা জানানো হয়।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, শরীর চর্চায় ক্রীড়া প্রতিযোগিতা তরুন এবং যুব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ সবল দেহের জন্য, সুস্থ মন প্রয়োজনীয়। দেহ ও মন সুস্থ সবল হলে, তরুন, যুব সমাজ সঠিকভাবে বেড়ে উঠে দেশের জন্য কাজ করতে পারবে। কুষ্টিয়া অঞ্চলটি মাদক ও অনলাইন জুয়ায় বিশেষ ভাবে আকৃষ্ট। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চা আমরা বাড়াতে পারলে যুব সমাজকে খেলার মাঠ মূখি এবং সংস্কৃতি অঙ্গন মূখি করতে অগ্রনী ভূমিকা রাখবে। এছাড়া মাদক ও অনলাইন জুয়া থেকে য্বু সমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই মাদক মুক্ত সমাজ গড়তে। একটি সুন্দর সোনার বাংলা বিনির্মানে সকলের সহযোগিতা প্রয়োজন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল সমস্যা রয়েছে, আগামী দিনে আপনাদের সহযোগিতা পেলে সমাধান হবে ইনশাআল্লাহ। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
