নিজ সংবাদ ॥ কুষ্টিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ, জনগণের ভোগান্তি নিরসণ ও স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণে অবিলম্বে ৫০০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ৩ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে এই মানববন্ধন অংশ গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতা কর্মিরা।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল মাসুম, কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র সাহাদাত হাসান মেহেদী এবং খালিদ হোসাইন আরাফাত সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য প্রদান কালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতা কর্মিরা বিগত আওয়ামী লীগ সরকারের আমালে হাওয়া লুটপাটের চিত্র তুলে ধরে বলেন, দ্রুত সময়ে পূর্ণাঙ্গভাবে চালু করতে না পারলে ছাত্র সমাজ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ার করে বক্তারা বলেন, কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ৭’শ শয্যা হওয়ার কথা থাকলে দূর্ণীতির কারণে তা ৫’শ শয্যা করা হয়েছে। তারপরও সকল অবকাঠামোগত নির্মান শেষ হওয়ার পরেও, সকল চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হলেও যে সকল সুবিধা থাকার কথা তা নেই, এই হাসপাতাল এখনও চালু হচ্ছে না। এটা শুধামত্র কুষ্টিয়াবাসীর জন্যই নয়, পার্শ্ববর্তী অঞ্চল গুলোর জন্যও যা অত্যন্ত দূঃখজনক। বিগত দূর্ণীতিবাজ সরকারের দূর্ণীতিবাজ নেতা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের ঐক্যবদ্ধ দূর্ণীতির কারনেই হাসপাতাল চালু করা সম্ভব হয়নি।বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাজের গতি অত্যন্ত ধীরগতি উল্লেখ করে, স্বাস্থ্য উপদেষ্ঠার কাছে দাবী জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা অতি দ্রুত কুষ্টিয়াবাসীর সমস্যা সমাধানে, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করণের লক্ষ্যে এবং একই সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীর উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
