ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৩

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ইহুদিদের নির্মম নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর জুম্মার নামাজ শেষে বারখাদা চাড়ুলিয়া ইমাম ঐক্য পরিষদ ও মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে শহরের ত্রীমহনী এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়ে।

ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এসময় হাজার হাজার মুসল্লিরা ত্রীমহনি থেকে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে ত্রীমহনী মসজিদের সামনে সমাবেশ করে এসময় বক্তারা ফিলিস্তিনের মাজলুম নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশ সরকারের কাছে ৭ দফা দাবি করেন দাবিগুলোর হলো ১.বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনের উপর ইসরাঈলের আক্রমণের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পেশ করতে হবে। ২.ফিলিস্তিনের উপর ইসরাঈলের আক্রমণ বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ করার জন্য পদক্ষেপ গ্রহন করতে হবে।
৩. মসজিদে আকসার নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে ন্যস্ত করতে জাতিসংঘের কাছে প্রস্তাব পেশ করতে হবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

৪.প্রয়োজনে শাস্তি রক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী প্রেরণ করে আল আকসা মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। ৫.ফিলিস্তিনের মাজলুম নির্যাতিত মুসলিমদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ত্রাণ হিসেবে পাঠাতে হবে। ৬. জাতীয় মহান সংসদে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাঈলকে কখনো কোন সময় স্বীকৃতি দেওয়া না হয় এই আইন পাশ করতে হবে। ৭. ইহুদী রাষ্ট্র ইসরাঈলের সকল পণ্য বয়কট করতে হবে।এসময় বিভিন্ন মসজিদের ইমাম সহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: