বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মূখর পরিবেশে প্রার্থীরা প্রচারনা করছে। এরই আলোকে কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নে এলাকাবাসীর সাথে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাত ৭টার দিকে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকনসহ সদর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের “দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ”-এর বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। সে লক্ষ্যে গত বছরে জুলাই গনঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও এদেশে তার দোসররা এখনো আছে। এক সময় যারা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করতো আজ তারা নির্বাচন নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বিভিন্ন সময়ে তাদেরকে বেহেশতের টিকিট বিক্রি করতে দেখা যাচ্ছে। তারা একবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আরেক সময় গনভোটের দাবি করছে।
আসলে তারা জানে এদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী দল ক্ষমতায় যেতে পারবে না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এ দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ১৭ বছর অপেক্ষা করছে। এবারের ভোট আপনাদের তথা জনগণের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে। এলাকার উন্নয়নে, দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দিবেন।
