নিজ সংবাদ ॥ বিএনপির কুষ্টিয়া ও মাগুরা জেলা কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কমিটি বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়ার বিএনপি জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।
অতিসত্বর কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। এদিকে প্রায় দেড় দশক পুরানো কমিটি ভেঙ্গে যাওয়ায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের মাঝে আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে। যোগাযোগ করা হলে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা কর্মি বলেন, বর্তমান কমিটি সমন্বয়হীনতার মধ্যে ছিলো। যার ফলে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মিদের মাঝে দীর্ঘদিনের বিভেদ চলে আসছিলো।
বিভেদ ভূলে সকল নেতা কর্মি আবার এক সাথে দলীয় কর্মসূচী পালন করবেন এমনটাই প্রত্যাশা করেন তারা। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংঠনকে পুনরুজ্জীবিত করতে দ্রুত জেলা, থানা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি দেওয়ার দাবি করেন। এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।
