কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৯, ২০২৩
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় গ্রুপের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের (২০২২-২০২৫) সভাপতি মো: আখতারুজ্জামান, সাবেক সভাপতি আজগর আলী, সাবেক সভাপতি শিহাব উদ্দিন, কার্যকরী সভাপতি মো: নুরুল ইসলাম, সাবেক কার্যকরী সভাপতি আতাহার আলী, সিনিয়র সহ-সভাপতি মো: আমজাদ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আকিল আহমেদ, সহ-সভাপতি সালাউদ্দিন সন্টু, সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টু, সহকারী সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক এস এম রেজাউল করিম, নির্বাহী সদস্য, আইয়ুব আলী,কামরুজ্জামান মিন্টু,আতিয়ার রহমান প্রমুখ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ সময় বিগত সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদন এবং পরবর্তী ২ বছরের কর্মপরিকল্পনা পেশ করা হয়।

এসময় কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোঃ আখতারুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন-কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার পরিষদের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের মুল্যবান ভোটে অত্র গ্রুপের ২০২২-২০২৫ মেয়াদী কার্যনির্বাহী পরিষদে আমাকে সভাপতি নির্বাচিত করায় আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ যাত্রীসেবামুলক অতি পুরাতন একটি ঐতিয্যবাহী সংগঠন । বাস ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে মালিকদের ঐক্যবদ্ধ রেখে বিভিন্ন সংগঠনের সাথে ও বিভিন্ন জেলার সাথে সৌহার্দ্য বজায় রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। সেই সাথে স্থানীয় অন্যান্য মালিক শ্রমিক সংগঠনের সাথে সু-সম্পর্ক বজায় রাখার মাধ্যেমে অত্র সংগঠনের ভাবমূর্তি উজ্জল করা ও ব্যবসা বৃদ্ধি আমাদের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের গঠনমুলক আলোচনা ও মতামত কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমার বিশ্বাস।আজকের সভায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী শৃঙ্খলা বজায় রেখে একে একে অনুমতিক্রমে আপনাদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করার জন্য অনুরোধ করছি এবং গ্রুপের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান আবুল ফজল সেলিম সাহেবকে সভা পরিচালনার অনুরোধ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সকলের জন্য শুভ কামনা।

এ সময় অন্যান্য বক্তারা বলেন-নতুন পুরাতন কমিটির সবাই কাধে কাধ মিলেয়ে মিলেমিশে চলতে হবে। সিএনজি ও অটোরিকশার অত্যাচার রুখতে প্রয়োজনে বটতৈল হতে ত্রিমোহনী পর্যন্ত সিটিং সার্ভিস বাস চালু করার উদ্দোগ নিতে হবে।

আরও পড়ুন: