কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপিনাথপুর মল্লিকপুর সুতাইল (জিএমএস) মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মালিহাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যকালে আহাম্মদ আলী বলেন- ক্রীড়া দেয় সুস্থ্য দেহ, সুন্দর মন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, জাতীয় যুবজোট জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, বীর মুক্তিযোদ্ধা আঃ গণি, বীর মুক্তিযোদ্ধা আয়য়ুব আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আবু সালেক বেল্টু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আজিবার রহমান।
